বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সেশনে বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বকসীকে সভাপতি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গৌর মুন্ডাকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন,“ গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত হতে হবে।”

তিনি আরও বলেন,“ শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। যা গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।”

এছাড়াও নব-মনোনীত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে মোঃ মেহেদী জামান, ইমন আল মাহমুদ ও কাজী শাহেদ ইকবাল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ তৌকির জোয়ার্দার ও হৃদয়; সাংগঠনিক সম্পাদক পদে রাইতা সরওয়ার; কোষাধ্যক্ষ পদে মহারুন নেছা কওমে; দপ্তর সম্পাদক পদে মোঃ আবু নাঈম; প্রকাশনা সম্পাদক: পদে সঞ্জীব দাস; প্রচার সম্পাদক পদে ইসরাত জাহান; যোগাযোগ সচিব পদে মালাচেং রাখাইন; মানবসম্পদ সচিব পদে আলিফ মাহমুদ; আইটি সচিব পদে তানভীর কবির সোহান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান আকাশ।

তাছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন এস এম মিফতাহুল ইসলাম মাহিন, রিফাত ইশতিয়াক, আবদুল্লাহ আল নোমান, মোঃ মাহাফুজ, ফাবিহা রওনক প্রোমি, মোঃ আল আমিন তুষার, মোঃ শাহাজাদা, মোঃ নূর-ই-জাবিন রিয়ার, নাফিসা রশিদ ফিজা, সাদিয়া আফরিন, রাকিব রিফাত, সুমাইয়া ফারহানা, পূঁজা কুণ্ডু, বাঁধন অধিকারী, মালিহা বিনতে মিথি।

অনুষ্ঠানে কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় সংগঠনের বিভিন্ন ডিসিপ্লিনের সদস্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩