বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত, কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নারী শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি ও হেনস্থার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই আলোচনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি খসড়া প্রণয়ন করা হয়, যাতে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের কমিটি নিয়ে বিস্তারিত কাঠামো তুলে ধরা হয়। কেন্দ্রীয় সংসদে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক পদ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক। হল সংসদ কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারণ করা হয়েছে। এছাড়া খসড়ায় গঠনতন্ত্র, গঠনতন্ত্র সংশোধন, প্রার্থী হওয়ার যোগ্যতা, পদে নির্বাচনের যোগ্যতা, সদস্যপদ বাতিল এবং তহবিল বিষয়ক নীতিমালা সম্পর্কেও আলোচনা করা হয়।

শিক্ষার্থীরা তাদের মতামত ও প্রস্তাবনা উত্থাপন করেন এবং খসড়ায় কিছু সংযোজন ও পরিবর্তনের দাবি জানান। তারা বলেন, ছাত্র সংসদে সর্বপ্রথম ছাত্রদের স্বার্থই অগ্রাধিকার পাবে। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই নির্বাচনে প্রার্থীতা পাবেন। শিক্ষার্থীরা কেন্দ্রীয় কমিটিতে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মানসিক স্বাস্থ্য, পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। হল সংসদে বিতর্ক বিষয়ক সম্পাদক, খাদ্য ও স্বাস্থ্য এবং প্রচার বিষয়ক সম্পাদক রাখার দাবিও তুলেন।

এ বিষয়ে মন্তব্য করে ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা শুধুমাত্র খসড়া প্রণয়ন করেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেখে পরবর্তী আলোচনা সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেখানে কোন পদের কি কি দায়িত্ব থাকবে তা আলোচনা করা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন বিবেচনা করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩