বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত, কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নারী শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি ও হেনস্থার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু

কুয়েট প্রতিনিধিঃ

২রা সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার) — খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)‑এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সাংবাদিক সমিতি’, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী‑ছাত্রীরা দীর্ঘদিন ধরেই চেয়ে আসছিলেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (১ সেপ্টেম্বর) ছাত্রকল্যাণ পরিচালক ড. বি.এম. ইকরামুল হক সমিতির কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করেন।

সমিতির যাত্রা শুরু সম্পর্কে তিনি বলেন, “কুয়েটে বিদ্যমান নানা সমস্যার জন্য অনেক সময় ভুল সংবাদ দায়ী থাকে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাঁদের পাশে থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”

দীর্ঘদিন ধরে কুয়েটে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি শিক্ষার্থীরা অনুভব করছিলেন, ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার, এবং অর্জন ও নানা কার্যক্রম দেশব্যাপী পৌঁছানোর জন্য একটি সংগঠনের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যে সাংবাদিকতায় যুক্ত শিক্ষার্থীরা একত্র হয়ে একটি প্ল্যাটফর্মে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে আবেদন জানান। আবেদন বিবেচনা করে ছাত্রকল্যাণ পরিচালক তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয় দিবসের উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালী, সকল অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন উদযাপন কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডিন ড. মোঃ রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইইই ১৯ ব্যাচের মোঃ ওবায়দুল্লাহ এবং ইএসই ২৩ ব্যাচের ফাতিন ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতি, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, অ্যালামনাই এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩