বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
কুয়েট প্রতিনিধিঃ
২রা সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার) — খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)‑এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সাংবাদিক সমিতি’, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী‑ছাত্রীরা দীর্ঘদিন ধরেই চেয়ে আসছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (১ সেপ্টেম্বর) ছাত্রকল্যাণ পরিচালক ড. বি.এম. ইকরামুল হক সমিতির কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করেন।
সমিতির যাত্রা শুরু সম্পর্কে তিনি বলেন, “কুয়েটে বিদ্যমান নানা সমস্যার জন্য অনেক সময় ভুল সংবাদ দায়ী থাকে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাঁদের পাশে থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
দীর্ঘদিন ধরে কুয়েটে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি শিক্ষার্থীরা অনুভব করছিলেন, ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার, এবং অর্জন ও নানা কার্যক্রম দেশব্যাপী পৌঁছানোর জন্য একটি সংগঠনের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যে সাংবাদিকতায় যুক্ত শিক্ষার্থীরা একত্র হয়ে একটি প্ল্যাটফর্মে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে আবেদন জানান। আবেদন বিবেচনা করে ছাত্রকল্যাণ পরিচালক তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেন।
বিশ্ববিদ্যালয় দিবসের উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালী, সকল অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন উদযাপন কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডিন ড. মোঃ রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইইই ১৯ ব্যাচের মোঃ ওবায়দুল্লাহ এবং ইএসই ২৩ ব্যাচের ফাতিন ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতি, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, অ্যালামনাই এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩