বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ
নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবিরকর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এসময় বক্তারা নারী নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন,
“মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। আজ দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরও একটি শ্রেণী অনলাইনে-অফলাইনে নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে সাইবার বুলিং করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত বলেন,
“নারীর মর্যাদা ও নিরাপত্তা সমাজের ভিত্তি। সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে দেওয়া হুমকি শুধু একজনের নয়, বরং পুরো শিক্ষাঙ্গনের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছে। নারী নির্যাতনের সঙ্গে যারা জড়িত, ছাত্রদল ঘোষণা করছে—কাউকেই ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩