সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সভাটি শুরু হয়।
এসময় ডোপ টেস্ট, সাইবার বুলিং, ভোটার লিস্ট, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ও লেবেল প্লেয়িং ফিল্ডসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা আলোচনা করেন।
এরই ধারাবাহিকতায় জাকসুতে বাগছাস নেতৃত্বাধীন ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি নির্বাচন কমিশনকে ‘ইনএফিশিয়েন্ট’ (অদক্ষ) বলে মন্তব্য করেন।
তৌহিদ মোহাম্মদ সিয়ামের মন্তব্যের প্রেক্ষিতে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, “আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই।”
প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের প্রতিবাদে মতবিনিময় সভা ওয়াকআউট (বয়কট) করেন বাগছাস নেতৃত্বাধীন ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর একাংশ। তখন সভায় ব্যাপক গোলযোগ তৈরি হয়।
ওয়াকআউট এর ব্যাপারে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার বলেন, “যেহেতু প্রধান নির্বাচন কমিশনার মরে গিয়ে জাকসু নির্বাচনের দায়িত্ব নিতে পারবেন না, সেহেতু আমাদের এই সভায় থাকা কোনো গুরুত্ব বহন করে না। তার এই মন্তব্য দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। এই নির্বাচন কমিশন থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তাই আমাদের জোটের অনেক প্রার্থী সভা ওয়াকআউট করেন।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩