বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

খুবি প্রতিনিধিঃ

ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাদেশে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘এগ্রি ব্লকেড’ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (রবিবার) বেলা তিনটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন নগরীর প্রবেশপথে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে নগরীতে প্রবেশ ও বের হওয়া যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের একজন বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে অধিকার চাই। কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করলে কেউ কৃষিবিদ পরিচয় ব্যবহার করতে পারে না। অথচ ডিপ্লোমাধারীরা বারবার অযৌক্তিক দাবি তুলে বিভ্রান্তি তৈরি করছে।”

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি স্পষ্ট যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হতে হবে। অন্যথায় আমরা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবো।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি :

১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩