রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব কর্তৃক ‘কেসস্প্রিন্ট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় ‘কেসস্প্রিন্ কম্পিটিশন ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক টিম প্রাথমিক রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬টি টিম। তারা গ্র্যান্ড ফাইনালে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

ফাইনালে অংশগ্রহণকারী টিমগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের Team Carry, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের Team Metro, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Team J N YOU, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর Team Backseat Drivers, রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির Team BBA Engineers এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Team Hattimatim Tim।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা।

‘কেসস্প্রিন্ট কম্পিটিশন ২০২৫’ আয়োজন করছে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এর মূল উদ্দেশ্য হলো তরুণদের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ব্যবসায়িক চিন্তাশক্তিকে জাতীয় পরিসরে তুলে ধরা।

আয়োজক কমিটির মতে, এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কর্পোরেট পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রস্তুতি নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবুল আবসার বাপ্পি বলেন, “প্রায় দেড় মাস আগে শুরু হওয়া আমাদের কেসস্প্রিন্ট কম্পিটিশনের গ্রুপ পর্ব এবং এর পরবর্তী রাউন্ড অনলাইনে সম্পন্ন হওয়ার পর আগামীকাল ফাইনালকে ঘিরে আমাদের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। যেহেতু এটি আমাদের প্রথম ন্যাশনাল স্প্রিন্ট কম্পিটিশন, আমরা চাই আয়োজনটি সফল ও স্মরণীয় হোক।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩