শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ

সালাহ উদ্দিন আহমেদ, চবি প্রতিনিধিঃ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ই অক্টোবর চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৮ শে আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থিতা মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীদের ১৪ ই সেপ্টেম্বর (রবিবার) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং পরদিন থেকেই মনোনয়নপত্র বিতরণ সহ জমাদান একইসাথে নেওয়া হবে। মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ তারিখ ১৬ ও ১৭ ই সেপ্টেম্বর।

১৮ ই সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এরপর নির্বাচন কার্যক্রম চূড়ান্ত ধাপে ১২ই অক্টোবর ২০২৫, (রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই গণনা কার্যক্রম শুরু করা হবে। চাকসুু নির্বাচনকে সামনে রেখে ১২ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করে যাচ্ছে।

অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে চাকসুুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, এরপর ১৯৭২,১৯৭৪, ১৯৭৯,১৯৮১ ও ১৯৯০ সালের ৮ই ফেব্রুয়ারি চাকসুুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে ছাত্রনেতা ফারুকুজ্জামান নিহত হওয়ায় চাকসুু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর আসছে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমে সজীবতা ফিরে পেতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩