বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান।।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, রবিবারের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখসহ রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সভাপতি, ট্রেজারারসহ সকল পদে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। নির্বাচন হবে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করতে হবে। ছাত্র সংসদের মেয়াদ হবে এক বছর। এসব দাবি সহ আরও অনেক দাবি শিক্ষার্থীরা উপস্থাপন করেন।

এছাড়া তারা আরও দাবি করেছেন, গঠনতন্ত্র প্রণয়নে ছাত্র-শিক্ষক সমন্বয়ে কমিটি গঠন করে নির্ধারিত সময়ে খসড়া করতে হবে এবং তা শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করতে হবে। প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ ভোট কার্যক্রমে অংশ নিতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন হবে শুধু শিক্ষার্থীদের অংশগ্রহণে—কোনো শিক্ষক সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। ছাত্রসংসদে ব্যয় হওয়া সকল কিছুর আর্থিক বিবরণী শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রবিবার পর্যন্ত তারা কোনো কঠোর কর্মসূচিতে যাবেন না। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা আন্দোলনের পথে যাবেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসন শিক্ষার্থীদের দাবি ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আলোচনার মাধ্যমে সবার মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি করা হবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আবার আরেকটি আলোচনায় বসবো। আগামী বৃহস্পতিবার সিন্ডিকেট মিটিংয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবো। আশা করছি, রবিবারের মধ্যে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি সিদ্ধান্ত নিতে পারবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩