শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:
আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ৩৩ বছরের দীর্ঘ বিরতির পর এ ঐতিহাসিক নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
তবে এর মধ্যেই প্রায় ২৪টি বিভাগ ও ইন্সটিটিউটে চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করায় শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। এছাড়া প্রার্থীদের অনেকেই ভাবছেন এ সময় নতুন করে পরীক্ষা শুরু হওয়া মানে শিক্ষার্থীদের জাকসুর আমেজ থেকে বঞ্চিত করা৷
শিক্ষার্থীদের অভিযোগ, একদিকে চূড়ান্ত পরীক্ষার জন্য নিবিড় প্রস্তুতি, অন্যদিকে ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণের আকাঙ্ক্ষা- দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তাদের মতে, পরীক্ষার চাপে তারা যেমন পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে পারছেন না, তেমনি নির্বাচনী কার্যক্রমেও সক্রিয় থাকতে পারছেন না। এছাড়া পরীক্ষার ফরম পূরণসহ আনুষঙ্গিক কাজও তাদের জন্য বাড়তি বিড়ম্বনা সৃষ্টি করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্য অনুযায়ী, ছয়টি অনুষদের ২৪টি বিভাগে ইতোমধ্যে চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং আরো কয়েকটি বিভাগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারে। এর মধ্যে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচনের দিনেও পাঁচটি বিভাগ ও অনুষদের চূড়ান্ত পরীক্ষা রয়েছে।
জাকসু নির্বাচন চলাকালে যেসব বিভাগে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগ (৩য় বর্ষ), নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ ও মাস্টার্স), ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মাস্টার্স)৷ আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগ (প্রথম বর্ষ)।
কলা ও মানবিক অনুষদভুক্ত প্রত্নতত্ত্ব বিভাগ (প্রথম বর্ষ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (প্রথম বর্ষ), নাটক ও নাট্যতত্ব বিভাগ (প্রথম বর্ষ ও মাস্টার্স), তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট (চতুর্থ বর্ষ), জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (প্রথম বর্ষ), দর্শন (প্রথম বর্ষ)৷
এছাড়াও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত সিএসই বিভাগ (প্রথম ও তৃতীয় বর্ষ), পরিবেশ বিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও মাস্টার্স), রসায়ন (প্রথম বর্ষ ও মাস্টার্স), আইআইটি (মাস্টার্স), গণিত বিভাগ (প্রথম বর্ষ), পরিসংখ্যান বিভাগ (প্রথম বর্ষ)।
জীববিজ্ঞান অনুষদভুক্ত ফার্মেসি বিভাগ (প্রথম ও দ্বিতীয় বর্ষ), প্রাণ রসায়ন বিভাগ (প্রথম বর্ষ), প্রাণিবিদ্যা বিভাগ (দ্বিতীয় বর্ষ), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (প্রথম বর্ষ), পাবলিক হেলথ (প্রথম বর্ষ)৷ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (প্রথম বর্ষ), মার্কেটিং (প্রথম বর্ষ), অ্যাকাউন্টিং (তৃতীয় বর্ষ)৷
নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়। এখানে ছাত্র সংসদ নির্বাচন আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুবর্ণ সুযোগ এনে দেয়। তাই আমাদের দাবি, নির্বাচনের পর পরীক্ষার আয়োজন করা হোক।”
নাম প্রকাশে অনিচ্ছুক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমাদের বিভাগে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হয় গত বছরের ডিসেম্বর মাসে কিন্তু নয় মাস আগে শেষ হওয়া সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। এদিকে বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসের মাঝামাঝি সময়ে।”
তিনি আরো বলেন, “কিন্তু কোনো কারণ উল্লেখ না করে সেমিস্টারের ক্লাস শেষ হওয়া সত্ত্বেও পরীক্ষা নেওয়ার কার্যক্রম নিষ্ক্রিয় রেখে শিক্ষার্থীদের একপ্রকার দুই মাস বসিয়ে রেখেছে। হঠাৎ করে জাকসু নির্বাচনের এই অস্থিতিশীল সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ খুবই অস্বস্তিকর। কেননা এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক বিশ্বাবিদ্যালয় হওয়ায় নির্বাচনীয় আমেজ ও অস্থিতিশীল অবস্থায় শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রীক মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হবেন, যা পরীক্ষার ফলাফল সঠিক মূল্যায়নে ব্যহত হবে।”
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ১ বছর পর তাদের চতুর্থ বর্ষের বিলম্বিত পরীক্ষা ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন পর পরীক্ষার তারিখ ঘোষণা করায় বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হলেও জাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা শঙ্কা দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, ২৯ তারিখ থেকে যেহেতু অফিসিয়ালি জাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে, এক্ষেত্রে হলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করা চ্যালেঞ্জিং হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩