শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ; গ্রেফতার ২ পলাতক ৩ , বাস জব্দ ২টি

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার’ অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অজামিনযোগ্য দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে সেন্টমার্টিন পরিবহন নামের ঢাকা মেট্রো-ব ১৫-৭১৬৬ নম্বর প্লেটের একটি বাসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোড থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। পদুয়ারবাজার বিশ্বরোড থেকে ইউ-টার্ন নেওয়ার কথা থাকলেও বাসটি চৌদ্দগ্রামের দিকে চলে যায়। পরে সুয়াগাজী এলাকায় গিয়ে ইউ-টার্ন নিয়ে আবার পদুয়ারবাজারে আসে। এসময় বাসে ছিলেন চালক, হেল্পারসহ আরও তিনজন।

বাসে একা পেয়ে ভুক্তভোগীর গলায় ছুরি ধরে গহনা ও টাকা-পয়সা কেড়ে নেয় অভিযুক্তরা এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিক্ষার্থীর হাতে কামড় দেয় তারা। পরে তাকে হাত-পা বেঁধে ফেলে দেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর অনুরোধে ফেলে না দিয়ে শাকিল আবাসিক হোটেলে নিয়ে যায়। পদুয়ারবাজারের স্থানীয় এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দিলে তারা গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে এবং বাসে থাকা দুইজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়।

ঘটনার পর শিক্ষার্থীরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসে। শিক্ষার্থীরা বাসমালিক ও অভিযুক্ত অন্যদের ক্যাম্পাসে আনার দাবি জানায়। কিন্তু পুলিশ রাজি না হলে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে সেনাবাহিনী এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনা টেবিলে এলে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার দুজনকে দুই বছরের কারাদণ্ড দেন। পুলিশ জানিয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার মামলা করবে। ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের দুটি বাস জব্দ করে ক্যাম্পাসে নিয়ে যায়।

গ্রেফতারকৃত দুইজন হলেন—মো. হোসেন আলী (২৫) ও মো. আলী হোসেন (২৩)। তাদের ভাষ্যমতে, পলাতকরা হলেন—পিচ্চি রাসেল (৩২), নূর আলম ও সৌরভ। সেন্টমার্টিন পরিবহনের মালিক হলেন মো. চাঁন মিয়া।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, ‘শিক্ষার্থীরা প্রথমে মোবাইল কোর্টের বিষয়ে কর্ণপাত করেনি। পরে তারা বিষয়টি মেনে নিয়েছে এবং অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে।’

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘গ্রেফতার হওয়া দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে চেষ্টা চলছে। আশাকরি কোনো গাফিলতি থাকবে না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘শিক্ষার্থীদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এসে দেখি পরিস্থিতি উত্তপ্ত। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী এসেও হিমশিম খাচ্ছে। অবশেষে সুরাহা হয়েছে। অভিযুক্তদের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমি চাই, সব অভিযুক্তদেরই শাস্তি হোক।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমাদের একজন নারী শিক্ষার্থীর হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে এবং মধ্যযুগীয় নির্যাতন করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুইজন ধরা পড়েছে, বাকি তিনজনকেও পুলিশ দ্রুত গ্রেফতার করবে বলে আশ্বাস দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের ২ বছরের অজামিনযোগ্য কারাদণ্ড দিয়েছেন এবং পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে ১ মাসের মধ্যে চার্জশিট দেবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩