বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে তাদের বিভাগকে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্যের’ সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগটির শিক্ষকরা অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।
এ বিষয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু বলেন, আজ আমরা এখানে আমাদের দাবি নিয়ে মানববন্ধন করছি। একই সঙ্গে, বাংলাদেশের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ রয়েছে তারা সবাই আজ একই দাবিতে মানববন্ধন করছে।আমাদের এই কর্মসূচির মূল কারণ হলো, এখনো আমাদের কোনো বিসিএস শিক্ষা ক্যাডার নেই। তাই সরকারের কাছে আমাদের জোরালো দাবি সব দিক বিবেচনা করে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগকে স্বতন্ত্রভাবে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তানজিল আহমেদ বলেন, প্রতিবছর সারাদেশে প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী এই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে। কিন্তু তারা স্কুল বা কলেজে শিক্ষকতার সুযোগ পান না, ফলে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন না। এতে অনেকেই ক্যারিয়ারে পিছিয়ে পড়ছেন। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি আমি সংহতি জানাই।
এ সময় শিক্ষার্থীরা ‘যোগ্যতা আছে, প্রাপ্যতা নাই লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, ‘ট্রান্সপারেন্সি, সার্ভিস, কেয়ার, এডমিনিস্ট্রেশন ইভরিহোয়্যার’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩