সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনাল কমিউনিটির (RDC) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সজিব ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সভাপতি মোঃ সজিব ইসলাম বলেন, “সভাপতি পদে আমাকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব পালনের জন্য আমার উপর যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছেন সেটি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এবং সংগঠনকে সম্মানজনক উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো।
সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বলেন, ”সাধারণ সম্পাদক পদে আমাকে নির্বাচিত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং একটি প্রতিশ্রুতি আমাদের কমিউনিটির উন্নয়ন, ঐক্য ও সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার। আমরা আপনাদের সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সদ্য সাবেক সভাপতি আতিয়া ইবনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. সাহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম ও জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রাজশাহী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আল-মাহাদি ও বর্তমান প্রচার সম্পাদক আহনাফ তাহমিদ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩