রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে আদিবাসী শিক্ষার্থীরা।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে রযালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ দিবস পালন করেন তারা।
দিবসটি উপলক্ষ্যে আদিবাসী শিক্ষার্থীরা রযালি, সঙ্গীত পরিবেশন করেছে। এসময় ৫১ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের সোমা ডুমুরী সঞ্চালনায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ সভাপতিসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টসের সভাপতি টুটুল তঞ্চঙ্গ্যা বলেন, ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসের উদ্দেশ্য হলো আদিবাসীদের অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি, ভাষা ও জীবনধারা সংরক্ষণ, এবং সমাজে মর্যাদা নিশ্চিত করা। কিন্তু দু:খের বিষয় একই সাথে দেখেছি আমাদের অনেকে ভূমি হারিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বঞ্চিত হয়েছে, অনেকেই নিজের ভাষা হারানোর ভয়ে আছে।
তিনি বলেন, আমাদের সংস্কৃতি ও ভাষা শুধু আমাদের নয়, এই দেশের সম্পদ। উন্নয়ন তখনই সত্যিকার অর্থে পূর্ণ হবে, যখন তার সুফল প্রতিটি আদিবাসী পরিবারেও পৌঁছাবে। তাই বলতে চাই বৈচিত্র্যকে গ্রহণ করাই একটি জাতির আসল সম্পদ। আমাদের স্বপ্ন একদিন এই দেশের প্রতিটি আদিবাসী শিশু নিজের ভাষায় লেখাপড়া করবে, নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করবে, এবং সমান সুযোগ পাবে। আমরা পাহাড়ের ঢালে, সমতলের প্রান্তরে, কিংবা নদীর তীরে জন্মেছি কিন্তু এই দেশের মাটিই আমাদের মাতৃভূমি। এখানেই আমাদের হাসি, কান্না, গান আর স্বপ্ন বেঁচে থাকবে যদি আমরা সবাই মিলে তা রক্ষা করি।
তিনি আরও বলেন, তাই আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান জানাই আদিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই, প্রতিটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করি, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বৈচিত্র্যের সৌন্দর্যকে টিকিয়ে রাখি।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস ঘোষণা করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩