শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য সাংবাদিকদের মারার হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব

 

মাকসুমুল হক, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি মোহনগঞ্জ সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। ৭ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত এ কমিটিতে মোট ৪০ জনকে বিভিন্ন দায়িত্বে মনোনীত করা হয়েছে।

মোহনগঞ্জ সরকারি কলেজ শাখা নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন- নাজমুল হাসান জকি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন- গোলাম সারোয়ার নাঈম।

তাছাড়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বকর সিদ্দিক। এছাড়া, সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন- সৈয়দ ইমরান, মো: ইরাম তালুকদার, রুবেল মিয়া, আতিক হাসান জয়, মুরাদ মিয়া, নাইমুর রহমান সোয়েব, আরাফাত হোসেন অন্তর, রাজন দাস, গোবিন্দ গোস্বামী , মো: শাকিব হাসান ও দানা মিয়া।

সিনিয়র যুগ্ম সম্পাদক- সাকিবুল হাসান, এবং যুগ্ম সম্পাদক – মোঃ জিয়াউর রহমান, তানজীদ আহমেদ তপু, উদয় মিয়া, মো: মাহফুজ আহমেদ, মো: শাওন মিয়া ও কওনক আহমেদ (উৎস), মোঃ তামিম মিয়া, মোঃ পাপেল মিয়া, এজাজুল হক শোভন, অনন্যা ইয়াসমিন, সাজিদ হোসেন উচ্ছ্বাস, মনোয়ার হোসেন বাবু, জলি মিয়া, সিয়াম, সাদমান মিয়া, অমিত হাসান, সুজাউল হক সাজিব, সুমাইয়া আক্তার জেনিন, মোঃ রিয়াদ আহমেদ।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক- তাসলিমা আক্তার প্রীতি। দপ্তর সম্পাদক- মোঃ সৌরভ মিয়া,

প্রচার সম্পাদক- মিশকাতকুর রহমান সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা- ইশরাত জাহান রন্টি, ক্রীড়া সম্পাদক- আজহারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা- রুবি।

কমিটি অনুমোদন দেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম। জেলা ছাত্রদলের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ঘোষণার মাধ্যমে নেত্রকোনা জেলার ছাত্রদলের কলেজ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ছাত্রদল কর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা জকি-নাঈম পরিষদের সকলকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবে বলে সবাই আশাবাদী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩