মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল শিউলিমালা হলে চারজন শিক্ষককে হাউজ টিউটর হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন—ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা আক্তার, দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অনন্যা রায় এবং মারুফা জাহান তন্বী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত চারজন শিক্ষককে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিউলিমালা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, তারা এই পদে সংশ্লিষ্ট সকল সুবিধা ভোগ করবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩