মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি মুরাদনগরের উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ প্রতিবন্ধী দুই ভাইয়ের নতুন আশ্রয়: আল মুসাইদাহ ফাউন্ডেশনের সহানুভূতির ছোঁয়া নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত শিউলীমালা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ কটিয়াদীতে ব্যবসায়ীদের সঙ্গে বাজার কমিটির মতবিনিময় মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত ৫ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন চেয়ে বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৫ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন চেয়ে বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

 

মো পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন, শিক্ষা নীতিতে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ এবং নেতৃত্বের বিকাশের লক্ষ্যে পাঁচ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের দাবি তুলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ নির্বাচন যুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও প্রায় তিন মাস পার হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ৩৬ দিনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু ছাত্রসংসদের মতো যৌক্তিক দাবির জন্য আমাদের দীর্ঘসূত্রতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আবারও জুলাই আন্দোলনের মতো মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নেব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা জুলাই-আগস্টের স্মৃতিচারণ করে বলেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ভয়াবহ রূপ আমরা কোটা সংস্কার আন্দোলনে দেখেছি। সেখানে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। আপনারা শুধু আবু সাঈদের মৃত্যু দেখেছেন, কিন্তু তার আগেও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন যা আমরা প্রত্যক্ষ করেছি। তাই আমরা আর লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না; আমরা একটি বৈধ প্ল্যাটফর্ম চাই, যেখানে আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারব।

এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩