শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

 

আব্দুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:

কীর্তনখোলার পাড়ে সবুজে ঘেরা মনমুগ্ধকর ক্যাম্পাস দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার।কিন্তু ১৪ বছর পেরিয়ে গেলেও কাটেনি নানা সংকট। তার মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে তীব্র আসন সংকট।

১১ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১২০টি আসন। ফলে প্রতিদিনই রিডিং রুমে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় বহু শিক্ষার্থীকে। কেউ কেউ আবার রিডিং রুমের বাইরে বেঞ্চে বসে পড়াশোনা করতে বাধ্য হন। আসন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. ইখওয়ানুল ইসলাম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আসন সংখ্যা শিক্ষার্থীর তুলনায় খুবই অপ্রতুল। তাই লাইব্রেরিতে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আমাদের অনেককে লাইব্রেরিতে এসে ফিরে যেতে হয় পর্যাপ্ত আসন না থাকায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, যেন অতি দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার পূর্ণতা বলেন, “জ্ঞান অর্জনের প্রধান কেন্দ্রস্থল হলো লাইব্রেরি। আর লাইব্রেরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রিডিং রুম, যেখানে শিক্ষার্থীরা নীরব ও মনোযোগী পরিবেশে পড়াশোনা করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের রিডিং রুমে বর্তমানে মারাত্মক আসন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী লাইব্রেরিতে এসে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। অনেক সময় আমাদের বাইরে বেঞ্চে বসে পড়তে হয়, যা খুবই অস্বস্তিকর। কেউ কেউ দাঁড়িয়ে পড়েন, যা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত যেন রিডিং রুমে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হয়।”

উক্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার বলেন, ” আসন সংকটের কারণে শিক্ষার্থীদের রিডিংরুমের বাহিরের সীটে বসে পড়তে হচ্ছে এবং জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিষয়টা আমাদের জন্যও কষ্টদায়ক, আমাদেরকে সব কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, আমরা ভিসি স্যারকে সমস্যা সমাধানের প্রস্তাবনা জানিয়েছি, আমরা যেহেতু রিডিংরুমের জায়গা বাড়াতে পারছি না সেক্ষেত্রে পাশে থাকা হাসপাতাল অন্যত্র সরিয়ে সেখানে রিডিংরুম স্থাপনের প্রস্তাবনাও জানানো হয়েছে। এছাড়া রিডিংরুমে এসি বাড়ানোর প্রস্তাবনাও দেওয়া হয়েছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩