শনিবার, ২৬ Jul ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২য় বিজয় দিবস (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে আয়োজিত “বিজয় ভোজ” নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারের ভোজের জন্য জনপ্রতি মাত্র ১৫০ টাকা বাজেট নির্ধারণ করেছে, যার মধ্যে ১০০ টাকা দেবে বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
শিক্ষার্থীরা বলছেন, এই বাজেটে সম্মানজনক কোনো খাবার দেওয়া আদৌ সম্ভব নয়। বর্তমানে বাজারে একটি মানসম্পন্ন খাবারের (যেমন মোরগ পোলাও) দামই ১৬০–১৭০ টাকা। সেখানে মাত্র ১৫০ টাকায়, তাও কোমল পানীয় ব্যতীত, উৎসবের খাবার কীভাবে দেওয়া সম্ভব এই প্রশ্ন তুলেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “পূর্বে অন্যান্য দিবসে হলে আয়োজিত খাবারের জন্য জনপ্রতি ২২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ ছিল। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে বাজেট কমিয়ে ১৫০ টাকা করাটা শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞার শামিল।
আরও উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যারা কমিটিতে রয়েছেন, তারাও বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ দেখাননি।”
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ শরিফ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৫০ টাকার বাজেট দিয়ে ‘বিজয় ভোজ’ আয়োজন শিক্ষার্থীদের অনুভূতির সঙ্গে তামাশা করার মতো। যেখানে প্রতিদিনের একটি সাধারণ খাবারেরই দাম তার চেয়ে বেশি, সেখানে উৎসবের দিনে এমন আয়োজন লজ্জাজনক। এই ধরনের বরাদ্দ আমাদের বিজয়ের মর্যাদাকে খাটো করে। আমরা চাই, সম্মানের সাথে অংশগ্রহণের মতো পরিবেশ নিশ্চিত হোক।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩