বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবকাঠামোগত সংকট নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল কয়েক ঘন্টার জন্য জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ছিলেন জুলাই অভ্যূথানে শহীদ মারুফের মা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ।
এই অনুষ্ঠানে আমার যাওয়া এবং যাওয়ার পর সার্বক্ষণিকভাবে যিনি আমার দেখভাল করেছেন তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্রসম বন্ধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফজলুল করিম। ওর সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ অনেক বিষয়েই চাঁটার অনেক মিল।
যাওয়া মাত্রই প্রথমে আমাকে একটু ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হলো। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের জায়গার পরিমান একটু কম মনে হলো। তবে সবচেয়ে বেশি স্ট্রাইকিং যেটা লেগেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার তেমন বড় মাঠ, জিমনাসিয়াম ও কোন অডিওটেরিয়াম নাই। বড় অডিওটেরিয়াম না থাকার কারণে খুবই ছোট একটি রুমে আলোচ্য অনুষ্ঠানটি হয়েছে।
একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বড় মাঠ, জিমনাসিয়াম ও অডিওটেরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ১৫ বছরেরও বেশি পুরোনো একটি বিশ্ববিদ্যালয়ে কেন এই সুযোগগুও নাই দেখে আশ্চর্য হয়েছি। এই বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি করছি। আশা করছি অনতিবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
পোস্টের শেষে তিনি অনুষ্ঠান আয়োজকদের আন্তরিকতা, ভালোবাসা ও আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩