বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবনের নিচে (গ্রাউন্ড ফ্লোরে)জুলাই অভুথানের স্মরনে আজ ১৬ জুলাই সকাল ৯.৩০ টায় কালোব্যাজ ধারন করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধ বৃক্ষ রোপন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সকাল ৯.৩০ এ উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম, প্রক্টর ড. সনিয়া খান সনিসহ শিক্ষক শিক্ষার্থীরা কালোব্যাজ ধারন করে জুলাই আনন্দোলনে যারা শহীদ হইছে তাদের স্মরন করে কিছুক্ষণ নীরবতা পালন করে । তারপর সবাই ভিসি চত্বরে পাশে উপস্থিত হন , ঐ জায়গায় উপাচার্য ও প্রক্টর ফলজ, বনজ গাছ লাগায়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয়ের টিএসির পাশে এবং কেন্দ্রীয় মসজিদে পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগায়।
উক্ত কর্মসূচি উদ্ভবন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন, আমরা শহীদদের স্মরণে জুলাই মাস ব্যাপী কর্মক্রম হাতে নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে কালো ব্যাজ ধারন এবং বৃক্ষরোপন কার্যক্রম করেছি। আজ সন্ধ্যাবেলা আমাদের জুলাই বিপ্লব শীর্ষক প্লানচেট বিতর্ক বিতর্কের বিষয়ঃ “তারা কি ফিরবে আর অনুষ্ঠত হবে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ বলেনঃ
“আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তাদের উচিত শুধু পাঠ্যপুস্তকে নয়, বাস্তব কর্মের মাধ্যমে ইতিহাসের চেতনা ধারন করা। আজকের বৃক্ষরোপণ ও কালো ব্যাজ ধারনের মধ্য দিয়ে আমরা সেই দায়বদ্ধতা প্রকাশ করেছি।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম “জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানাতে গাছ লাগানো একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ। আমি গর্বিত অংশ নিতে পেরে।” কোটেশন তৈরি করে দিতে পারি।
মোঃ ফরহাদ উদ্দিন , সহকারী অধ্যাপক, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগঃ
“গাছ লাগানো শুধু একটি পরিবেশবান্ধব উদ্যোগ নয়, এটি একটি জীবন্ত স্মারক, যা আমাদের মনে করিয়ে দেবে সাহস, ত্যাগ আর দায়িত্ববোধের কথা।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩