শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
BUP Cultural Forum কর্তৃক আয়োজিত” BUP Folk & Cultural Fest 2025 “এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক পর্বে দ্বিতীয় , পল্লীগীতি পর্বে দ্বিতীয় ও চিত্রাঙ্কন পর্বে তৃতীয় স্হান অর্জন করেছে।
মঙ্গলবার (৮ ই জুলাই ) বিইউপি কালচারাল ফোরাম এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে দেশ সেরা ১৬ টি বিশ্ববিদ্যালয়ের মধযে বিভিন্ন সেগমেন্টে ফোক ও কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এর জোটভুক্ত সংগঠনগুলোর সমন্বয়ে একটি দল প্রতিযোগিতায় অংশ নেয় এবং পল্লীগীতি পর্বে ১৪টি দলের প্রতিদ্বন্দ্বিতায় “প্রথম রানার আপ”, নাটক পর্বে “প্রথম রানার আপ” ও চিত্রাঙ্কন পর্বে ১৬টি দলের মধ্যে “সেকেন্ড রানার আপ” হয়।
৩ দিনবযাপী এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি , নর্থ সাউথ ইউনিভার্সিটি ,ব্রাক ইউনিভার্সিটি সহ মোট ১৬ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ ব্যাপারে জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তি বলেন, “সবাই কে অভিনন্দন, সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগরের এ সাংস্কৃতিক ধারা বজায় থাকার আশা রাখছি”
জলসিঁড়ি কর্মী এস,এম, তানভীর আহমেদ প্রত্যয় বলেন,” আমরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।”
বৃহস্পতিবার পুরস্কার বিতরনীর মধয দিয়ে এ ফোক ও কালচারাল ফেস্ট এর আনুষ্ঠানিকতা শেষ হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩