বুধবার, ০৯ Jul ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি কুড়িগ্রামে এবি পার্টির জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি হরিরামপুরে বার্ষিক স্বাস্থ্য বিভাগীয় পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে পাঁচবিবি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন নাসিরনগরে গাঁজা সেবনের দায়ে চা দোকানির ৩ মাসের জেল

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবিরকে এবং জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ কার্যকর করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের অফিস আদেশে উল্লেখ করা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(১০) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।

এছাড়া, জনসংযোগ দপ্তরের পরিচালক পদে নিয়োগের অফিস আদেশে উল্লেখ করা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(১০) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য জনসংযোগ দপ্তরে অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসানকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।

উল্লেখ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এই নিয়োগ বলবৎ থাকবে। পাশাপাশি, তারা বিধি মোতাবেক পদ-সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি পাবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩