সোমবার, ০৭ Jul ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোটারযাক্ট ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসান।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে সামিয়া আক্তার, যুগ্ম-সম্পাদক হিসেবে জেফরিন কামাল ফুল এবং কোষাধ্যক্ষ হিসেবে জারিন তাসলিম মালিহা দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মুকিতুল ইসলাম বলেন, রোটারযাক্ট ক্লাব আমার ক্যাম্পাস জীবনের অন্যতম গভীর অনুভূতির জায়গা। একজন সাধারণ সদস্য হিসেবে যাত্রা শুরু করে এখন প্রেসিডেন্ট হওয়া, এই দীর্ঘ পথটা ছিল শেখার, গড়ে ওঠার, ভুল করে আবার উঠে দাঁড়ানোর। আমি জানি চ্যালেঞ্জ আসবে, ভুলও হবে, কিন্তু প্রতিবার চেষ্টা করব আগের চেয়ে ভালো কিছু করার। আমি চাই, আমাদের সবার পরিশ্রম আর ভালোবাসায় এই ক্লাবটা শুধুই একটা ক্লাব না হয়ে; একটা পরিচয়, একটা শক্তির জায়গা হয়ে উঠুক।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাকিব আল হাসান বলেন, আমার প্রথম ক্লাবিং শুরু হয়ে রোটারযাক্ট ক্লাব দিয়ে। তখন আমার ক্লাবিং সম্পর্কে কোন ধারণা ছিল না। আমার কখনো ধারণাও ছিল না যে আমি এতদূর আসতে পারবো। আজ এ পর্যন্ত আসায় আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞতাবোধ করছি। আমাদের সিনিয়ররা অল্প দিনেই ক্লাবটিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন, সেই ধারা অব্যাহত রাখার এবং নতুন কিছু করার সর্বোচ্চ চেষ্টা করবো। যা ক্লাবে এতদিন হয়ে আসছে সেগুলো তো করবোই পাশাপাশি যা হয়নি তা করার চেষ্টা করবো এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষে এগিয়ে যাব।
উল্লেখ, ২০২০ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস এবং প্রফেশনাল ডেভলপমেন্ট নিয়ে কাজ করে আসছে ক্লাবটি। এছাড়াও বছরজুড়ে নানা রকম উদ্ভাবনী আয়োজন করে থাকে ক্লাবটি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩