বুধবার, ০২ Jul ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশে চলমান মব জাস্টিস, বিচারহীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার ( ২৯ জুন ) দুপুরে “নজরুল ভাস্কর্য” সামনে থেকে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নজরুল ভাস্কর্যের সামনে থেকে পুরাতন বিজ্ঞান ভবন, কলা ভবন, শিউলিমালা হল ও দোলনচাঁপা হল হয়ে চির উন্নত মম শিরের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীরা চলমান সহিংসতা ও নিপীড়ন নিয়ে বক্তৃতা রাখেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কার্তিক বর্মন’ বলেন দেশের চলমান মব জাস্টিস, ধর্ষণ ও বিচারহীনতার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই এবং সরকারকে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই।এটি বন্ধ করা না হলো আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন বেগবান করার জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করব।
‘অদিতি সরকার’ বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক মব জাস্টিস বন্ধ করতে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক, ধর্ষকের দ্রুত এবং কঠোর শাস্তি হোক।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩