শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)–তে ঈদের ছুটির ফাঁকা সময়কে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়ছে বহিরাগতদের আগমন। দিন দিন বেড়ে চলেছে আড্ডা, মাদকসেবন, বাইক রেসিং, অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ এবং টিকটকের নামে অশোভন ভিডিও ধারণের মতো কর্মকাণ্ড। ফলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, সৃষ্টি হয়েছে চুরির আশঙ্কা এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, ১ম গেট দিয়ে বাইক নিয়ে প্রায় বাধাহীনভাবে প্রবেশ করছে বহিরাগতরা। হাতির কবর, বিজয় অঙ্গণ, শহীদ মিনার, পুরাতন ছাত্রলীগ কার্যালয়, বুদ্ধিজীবী চত্বর, ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা সহ একাডেমিক ভবনের আশপাশে চলমান এসব অনিয়ন্ত্রিত কার্যক্রম ক্যাম্পাসের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। মুক্তমঞ্চের পেছন ও সেন্ট্রাল ফিল্ড এলাকায় মাদক সেবনের ঘটনাও দেখা যাচ্ছে। ছেলেদের আবাসিক হলের আশপাশেও ছেলেমেয়েদের অশ্লীল টিকটক ভিডিও তৈরির অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান সোহাগ বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠান মানেই জ্ঞানচর্চার কেন্দ্র। কিন্তু ছুটির সময়ে বহিরাগতদের অবাধ বিচরণ এখন ভয়াবহ সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে। এতে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্যাম্পাসের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন,“ক্যাম্পাস যেন ছাত্রদের নয়, বরং বহিরাগতদের জন্য বানানো হয়েছে! এখন মনে হয় এটা বিশ্ববিদ্যালয় না, যেন টিকটক স্টুডিও! নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে অদৃশ্য, প্রশাসনের ভূমিকা কার্যত অকার্যকর।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ছুটির সময় বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত, সেখানে আমাদের ক্যাম্পাসে নজরদারির ঘাটতি প্রকট। এতে নিরাপত্তার পাশাপাশি পরিবেশও বিপন্ন হচ্ছে।”
এফটিএনএস বিভাগের শিক্ষার্থী সমাপ্তি খান জানান, “ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী থাকলেও, তাদের নজরদারির অভাবে বহিরাগতদের কর্মকাণ্ড বেড়েই চলেছে। প্রশাসনের কাছ থেকে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছি।”
প্রশাসনের বক্তব্য
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, “আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা রক্ষায় নিরাপত্তাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে। শিক্ষার্থীদেরও সহায়তা প্রয়োজন।”
নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের দায়িত্ব পালনে অবহেলা নেই। গেট দিয়ে বাইক প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ করা হয়। আনসার সদস্য সীমিত হওয়ায় সব জায়গায় কভার করা যাচ্ছে না। তবে অসামাজিক কার্যকলাপ দেখলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”
উদ্বিগ্ন শিক্ষক ও সচেতন মহল
বিশ্ববিদ্যালয়ের চলমান নিরাপত্তাজনিত অবস্থান নিয়ে উদ্বিগ্ন শিক্ষকগণ ও সচেতন মহল প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে আরও সচেতন ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩