বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

দিপন কুমার সরকার, লালমনিরহাট:
বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে। অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তার সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছ মৌজায়। সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে দেখা যায়, আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩