শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ রাজাপুরে সরকারি গাছ বিক্রির অভিযোগ সরকারি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

দিপন কুমার সরকার, লালমনিরহাট:
বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে। অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তার সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছ মৌজায়। সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে দেখা যায়, আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩