বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

পাবনা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ২২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, এই কমিটির ১১ জন নেতা আগেও ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

ছাত্রদল না ছাত্রলীগের পুরনো মঞ্চ?
রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু বিশ্লেষণে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভসহ মোট ১১ জন নেতাই নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

কে কোন পদে ছিলেন?
তথ্য বলছে, নবগঠিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া—

সহ-সভাপতি রাহুল রায়: ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ: ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত: ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম: ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান: ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরীফ আলম: ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেতাদের কী বক্তব্য?

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনও ছাত্রলীগ করিনি। তবে কলেজে যারা সক্রিয় ছিল, তাদের নাম ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল। আমার অনুমতি না নিয়েই আমাকে ওই কমিটিতে যুক্ত করা হয়েছিল।”

নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই কমিটি কতদিন টিকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়!

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩