বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ১৫ জুন থেকে ৩০ শে জুন বিশেষ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গত তিন মাসে ৬৬৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৭ মামলায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারত সীমান্তবর্তী ৪২ কিলোমিটার মহাসড়কের এই উপজেলায় এপ্রিল, মে, জুন (২৯) মাসের মধ্যে মে মাসে সব চাইতে বেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন মাসে গাঁজা ছাড়াও ৪১১৯ পিস ইয়াবা, ১৬৮২ বোতল ফেন্সিডিল, ৫৯ বোতল বিদেশী মদ ও ২২ বোতল বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২রা জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ মাদকের বিশেষ অভিযান গত তিন মাসের মাদক উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্র জানায়, জুলাই বিপ্লবের পর পুলিশের মুভমেন্ট কমে যাওয়ায় মাদক কারবারিরা ফাঁকা মাঠে দাপিয়ে বেড়ায়। সীমান্তবর্তী ও মহাসড়ক এলাকায় পর্যাপ্ত সোর্স না থাকায় কম হচ্ছে মাদক বিরোধী অভিযান। বিপর্যস্ত পুলিশ ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে। জনবল ও মনোবল সংকট থাকা সত্ত্বেও মাদক বিরোধী অভিযান ধীরে ধীরে বাড়ছে। বেশিরভাগ মাদক কারবারিরা রাতে চোরাচালান করে। পর্যাপ্ত জনবল না থাকলে রাতে অভিযান চালাতে গিয়ে রয়েছে হামলার ঝুঁকি।

সূত্র আরো জানায়, চৌদ্দগ্রামে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ধীরে ধীরে। সারাদেশের ন্যায় রয়েছে কিশোর গ্যাং এর উৎপাত। সরকার পতনের পর থেকে জায়গা জমি সংক্রান্ত হামলা মামলা বেড়ে গেছে অনেকগুন। মামলা কমাতে প্রতিদিনই বসে কয়েকটি অভিযোগ নিষ্পত্তি বৈঠক। সব দিক সামাল দিয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দিন আহমেদ কালবেলা কে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি গত ১৫ জুন থেকে ৩০ জন পর্যন্ত ১৫ দিনব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ মহাসড়ক এলাকায় মাদকবিরোধী অভিযান অভ্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা ও মহাসড়কের ৪৩ কিলোমিটার রাত ৮ ঘটিকা থেকে ভোর পর্যন্ত কয়েকটি ভাগে পুলিশের টহল থাকে।

মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, চিনতাই রোধে নির্বিঘ্নে প্রতিটি যাত্রীর নিরাপদে যাতায়াত নিশ্চিতে কাজ করছে পুলিশ। মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩