রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামে পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার দুদিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) স্মরনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করেন ছারছীনা দরবার শরীফের পীর ও হিযবুল্লাহ্র আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন উপজেলা পাশাকোট দারুসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ময়দানে জুমার নামাজ শেষে মিলাদ ও আখেরি মোনাজাতে বিভিন্ন মাদ্রাসার ছাত্র আশপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ অংশগ্রহণ করেন। উপজেলা হিজবুল্লাহ সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ইছালে ছাওয়াব মাহফিল তাফসীর পেশ করেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ বোরহান উদ্দিন সালেহী, ছারছীনা দারুস সুন্নাত দীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মহিবুল আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন হিযবুল্লার কেন্দ্রীয় নায়েবে আমীর শাহ্ আবু বকর মোঃ নেছারুল্লাহ, কুমিল্লার আমির মাওলানা ড. মোঃ রুহুল আমিনসহ অন্যরা। দুদিন ব্যাপী মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন প্রমুম।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩