বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

শিবচরে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে বিক্ষোভ

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শিবচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পথে নানা শ্রেণি–পেশার মানুষ মিছিলে সংহতি প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এতে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ এমন একটি জঘন্য অপরাধ যা সমাজকে ধ্বংস করে। মিঠুন মজুমদারসহ সকল ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া গ্রহণযোগ্য নয়। কঠোর শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।” তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন শাস্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছরের ফারজানাকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ শিবচরে এমন বর্বরতা অত্যন্ত মর্মান্তিক। তারা আশা প্রকাশ করেন, কঠোর ব্যবস্থা নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে এবং সমাজে সচেতনতা আরও বাড়বে।

এই বিক্ষোভের আয়োজক শিক্ষার্থী ও যুবকরা জানান—ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সমাজ কখনোই নিরাপদ হবে না। তাই তাদের এই আন্দোলন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩