বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রমজান উপলক্ষ্যে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির জন্য বাঘাবাড়িঘাট, ভাঙ্গুড়া, লাহিড়ীমোহনপুর ও শাহজাদপুর পূর্বাঞ্চল এলাকার সমবায়ীদের সাথে নব গঠিত মিল্ক ভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিল্ক ভিটা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কমান্ডার জাহিরুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের উপ-সচিব ও কমিটির সদস্য আরমান হায়দার। নব-গঠিত কমিটির সদস্য জেড ওয়াই খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্য মোস্তাফিজুর রহমান মনির সঞ্চালনার এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউএনও কামরুজ্জামান, সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পরিচালক নজরুল ইসলাম নকির, প্রাথমিক সমিতির এ্যাডঃ রায়হান আলী, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ চৌধুরী, আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু চেয়ারম্যান থাকাবস্থায় বিভিন্ন ভূয়া প্রকল্প করে তিনিসহ অন্যান্যরা শত শত কোটি টাকা লুটপাট করে মিল্কভিটাকে ধ্বংস করে গিয়েছে। দুধ নাই অথচ বিভিন্ন সমিতির নামেও লুটপাট করা হয়েছে। বক্তারা দুধ নাই এমন সব সমিতি বন্ধসহ মিল্কভিটা লুটপাটের বিচার দাবি করেছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বরাবর সমবায় উপদেষ্টার নির্দেশনা হলো মিল্কভিটাকে সততার সাথে সঠিক পথে পরিচালনা করতে হবে। আমরাও তাই করতে চাই এতে সমবায়ীদের সহযোগীতা প্রয়োজন। আমি কথা দিচ্ছি, মিল্কভিটার কোন অলাভজনক প্রকল্প অথবা কোন রুগ্ন সমিতি থাকবে না অবশ্যই সে গুলো বন্ধ করে দেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রাথমিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩