বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রমজান উপলক্ষ্যে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির জন্য বাঘাবাড়িঘাট, ভাঙ্গুড়া, লাহিড়ীমোহনপুর ও শাহজাদপুর পূর্বাঞ্চল এলাকার সমবায়ীদের সাথে নব গঠিত মিল্ক ভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিল্ক ভিটা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কমান্ডার জাহিরুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের উপ-সচিব ও কমিটির সদস্য আরমান হায়দার। নব-গঠিত কমিটির সদস্য জেড ওয়াই খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্য মোস্তাফিজুর রহমান মনির সঞ্চালনার এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউএনও কামরুজ্জামান, সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পরিচালক নজরুল ইসলাম নকির, প্রাথমিক সমিতির এ্যাডঃ রায়হান আলী, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ চৌধুরী, আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু চেয়ারম্যান থাকাবস্থায় বিভিন্ন ভূয়া প্রকল্প করে তিনিসহ অন্যান্যরা শত শত কোটি টাকা লুটপাট করে মিল্কভিটাকে ধ্বংস করে গিয়েছে। দুধ নাই অথচ বিভিন্ন সমিতির নামেও লুটপাট করা হয়েছে। বক্তারা দুধ নাই এমন সব সমিতি বন্ধসহ মিল্কভিটা লুটপাটের বিচার দাবি করেছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বরাবর সমবায় উপদেষ্টার নির্দেশনা হলো মিল্কভিটাকে সততার সাথে সঠিক পথে পরিচালনা করতে হবে। আমরাও তাই করতে চাই এতে সমবায়ীদের সহযোগীতা প্রয়োজন। আমি কথা দিচ্ছি, মিল্কভিটার কোন অলাভজনক প্রকল্প অথবা কোন রুগ্ন সমিতি থাকবে না অবশ্যই সে গুলো বন্ধ করে দেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রাথমিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩