মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
৩০০ আসনে ২৫৮২টি মনোনয়ন পত্র দাখিল শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭ গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায়

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

এনায়েতপুরে যুবদল নেতা ফরিদুল ইসলাম কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত যুবদল নেতা ফরিদুল ইসলাম এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক। তিনি গতকাল সন্ধায় এনায়েতপুর কেজি মোড়ে হামলার শিকার হন। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয় এবং পরবর্তীতে উপযুক্ত চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, আহত যুবদল নেতা ফরিদুল ইসলাম এর মাথায় ক্ষতস্থানে ৬টি শেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য যায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন।

ফরিদুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে সাতটার দিকে আল আমিন নামে একজন আমাকে ফোন করে কেজি মোড়ের সিএনিজি স্টান্ডে যেতে বলে। সেখানে গেলে অতর্কিতভাবে আমার উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং সিএনজি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তিনি তার উপর এই হামলাকে হত্যা চেষ্টা বলে দাবী করেছেন এবং এর যথাযথ বিচার দাবী করেছেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর এনায়েতপুর থানার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাতক্ষণিকভাবে ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান ও বিচার দাবী করেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী লাবু, যুগ্ম আহবায়ক বিজয় আহম্মেদ,যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, ছাত্রদলের আহবায়ক কামরুল হোসেন সোহাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩