শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন নিয়ে বিশ্বের প্রথম আইন বেলজিয়ামে

বিশ্বে প্রথম যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন সুবিধা দিতে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। যে আইনের আওতায় যৌনকর্মীরা কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটি পাবেন।

সহজ ভাবে বললেন, এখন থেকে আর দশটা চাকরির মতোই গণ্য হবে যৌন পেশা।

বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন কোটি কোটি যৌনকর্মী। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যৌনকর্মীদের সংখ্যা অনেক বেশি। সেই সঙ্গে তাদের সুযোগ ‍সুবিধাও বেশি। শুধু কি তাই, তুরস্কের মতো দেশে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়েছে।

বিশ্বে প্রথমবারের মতো ২০২২ সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত করা হয়। একইভাবে জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়েছে। তবে প্রথমবারের মতো যৌনকর্মীদের কর্মসংস্থান ও চুক্তির অধিকারের আইনগত ভিত্তি দিল বেলজিয়াম সরকার।

বেলজিয়ামের নতুন এ আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা। যৌনকর্মী সোফি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, তিনি যখন ৯ মাসের অন্তঃসত্ত্বা, তখনও তাকে ক্লায়েন্টদের চাহিদা পূরণ করতে হয়েছে। এমনকি সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহ আগেও যৌনসম্পর্ক করতে হয়েছে তাকে।

নতুন আইনে নিয়োগদাতা কর্তৃক সবেতন মাতৃত্বকালীন ছুটি পাওয়ায় সোফির জন্য জীবন সহজ হবে। সোফি বলেন, ‘এটা আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ।’ হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রাইড বলেন, ‘এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। এখন পর্যন্ত বিশ্বের সেরা পদক্ষেপ এটি। সব দেশের উচিত এই উদ্যোগ নেওয়া।’

বেলজিয়ামে যৌনকর্মীদের সহায়তা প্রদানকারী একটি এনজিওর স্বেচ্ছাসেবক জুলিয়া ক্রুমিয়ের বলেন, “এ আইন বিপজ্জনক। কারণ এটি এমন এক পেশাকে স্বাভাবিক করে তুলবে, যা স্বভাববতই সহিংস।’ তবে অনেকেই বলছেন, বহু যৌনকর্মীর জন্য এ পেশা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের জন্য এই আইনটি অত্যন্ত জরুরি।

বেলজিয়ামে বিক্ষোভ
বিগত করোনা মহামারিকালে যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা না দেওয়ায় ২০২২ সালে বেলজিয়ামে ব্যাপক বিক্ষোভ হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন আইনের খসড়া প্রণয়ন করল বেলজিয়াম সরকার।

যে আইনের আওতায় যৌনকর্মীদের নিয়োগকারী দালালেরা কড়া নিয়ম মেনে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। যারা গুরুতর অপরাধে দণ্ডিত, তারা যৌনকর্মী নিয়োগের অনুমতি পাবেন না। নতুন এই আইনের অধীনে অ্যালার্ম বাটন স্থাপন করতে হবে, যা যৌনকর্মীর ‘রেফারেন্স পারসনের’ সঙ্গে যুক্ত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩