সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় উপজেলার সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় সুন্দরবন ইউনিয়ন যুবদলের ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী) বিকালে সুন্দরবন ইউনিয়নের যুবদল নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে বুড়বুড়িয়া থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোডাউন এবং ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ শুরু করেছেন এই একঝাক যুবদলের কর্মীরা। এতে ছাত্রদলের নেতা কর্মীরাও অংশ গ্রহণ করেন। সরজমিনে ঘুরে দেখা গিয়েছে তারা বাড়ি, দোকান পাঠ, রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে ধানের শীষের ভোট চাচ্ছেন। যাতেকরে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পদপ্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে।
সময় উপস্থিত ছিলেন যুবদলের সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার, মামুন তালুকদার, রাজু হাওলাদার, ফারুক হাওলাদার, আক্তার মোল্ল্যা,মিলন হাওলাদার,তাকবীর ফরাজী,মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ হাওলাদার, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন ব্যাপারি,ছাত্রনেতা আবু সাঈদ হাওলাদার, ফয়সাল হাওলাদার,সহ প্রমুখ।
উক্ত মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণের বিষয় জানতে চাইলে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, বাগেরহাট -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি সব সময় গরীব দুঃখী মানুষ পাসে থেকেছেন বিগত আওয়ামিলীগ সরকার যখন ক্ষমতায় ছিলো আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন। আমাদের বাড়িতে বাজারঘাট করে দিয়েছেন। সব সময় খোঁজ খবর নিয়েছেন।
তাকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো। আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান। আপনারা প্রত্যেকে আপনাদের আত্মীয়দের কাছে ভোট চাইবেন ফরিদ ভাইয়ের জন্য এবং আমাদের এই সকল কার্যক্রম নির্বাচনে আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩