মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারযাক্ট ক্লাবের উদ্যোগে এবং ‘ইউনি সাপোর্ট’ অর্গানাইজেশনের সহযোগিতায় ‘বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় নবযুগ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনি সাপোর্টের পরিচালক রোকনুজ্জামান শাওন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সিকদার এবং কাউন্সিলর জেবা তাহাসিন আন্নি, রিয়াদ আহাম্মদ পুলক ও মাজহারুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠান শুরু হয় রোটারযাক্ট ক্লাবের নবীন সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। অনুষ্ঠানের মূল পর্বে ইউনি সাপোর্টের সদস্যরা পর্যায়ক্রমে মঞ্চে এসে বিভিন্ন দেশ (যেমন: ডেনমার্ক, চীন, ইংল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, সুইডেন)–এর স্নাতক ও মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার ভিসা প্রসিডিউর, স্পাউস, IELTS স্কোর, ওয়ার্কিং ফ্যাসিলিটি, টিউশন ফি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মুকিতুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আজ জাককানইবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক আয়োজন করতে পেরে ভালো লাগছে। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এই আয়োজনটি ছিল প্রাণবন্ত, উৎসাহী, কৌতূহলী ও স্বপ্ন দেখা শিক্ষার্থীতে ভরা।’ বক্তব্যের একপর্যায়ে তিনি এই আয়োজনের পেছনে কাজ করা পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ইউনি সাপোর্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল বিশ্ববিদ্যালয় রোটারযাক্ট ক্লাব ইউনি সাপোর্টের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, স্ন্যাকস ও কি-রিং বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩