বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

তীব্র কুয়াশায় রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজ ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রাখা এবং বেশ কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, আজ ভোর ৬টার কিছু পরেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এই সময়ে কোনো উড়োজাহাজ টেক-অফ বা ল্যান্ড করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে দেশে প্রবেশ করা বেশ কিছু ফ্লাইট আকাশে চক্কর দিতে থাকে অথবা বিকল্প বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি, তবে নিরাপত্তার স্বার্থে কার্যক্রম স্থগিত রাখা হয়।

তিনি বাসসকে বলেন, ‘ভোর ৬টা থেকে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে। ফলে কোনো বিমান ওঠা-নামা করতে পারেনি।’

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর সকাল ৯টা ৫২ মিনিট থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রাগীব সামাদ আরও জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা ২৭ মিনিটে প্রথম ফ্লাইটটি অবতরণ করে। এরপর দৃশ্যমানতা ধীরে ধীরে স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইটগুলো পর্যায়ক্রমে নামতে শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের অপেক্ষায় বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করছিল। অন্যদিকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি সিলেট বিমানবন্দরে, একটি কলকাতা ও একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

অবস্থা স্বাভাবিক হওয়ার পর বর্তমানে বিমানবন্দরের নিয়মিত শিডিউল অনুযায়ী সব ধরনের ফ্লাইট ওঠা-নামা করছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সূত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩