বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

মানবাধিকার রক্ষায় নবীজির আদর্শই একমাত্র পথ- হেলাল

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন বলেন, প্রচলিত আইন দিয়ে মানবাধিকার রক্ষা যতটা কঠিন, ততটাই সহজ হবে হযরত মোহাম্মদ (সঃ) এর নির্দেশিত পথ অনুসরণ করে। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ও জ্ঞান জাগিয়ে তোলা খুবই জরুরী।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩