শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতক দুই কন্যা সন্তানের জন্ম হয়েছে।
শুক্রবার (২৮নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের বেসরকারি নিউ পুপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই জমজ শিশু দুটির জন্ম হয়।
শিশু দুটির বাবার নাম পল্লব মার্ডি ও মায়ের নাম তৃষ্ণা বাসকে। তার বাড়ি নওগাঁ ধামইরহাট উপজেলার চকযদু টিএনটি মোড় এলাকায়। তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের দরিদ্র সহায় পরিবারের মানুষ।
নিউপুপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়,তৃষ্ণা প্রসব ব্যাথা নিয়ে গতকাল বৃহস্পতিবার ক্লিনিকে ভর্তি হয়। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক স্ত্রীরোগ প্রস্বতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুরভি সরকার সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো জমজ শিশুদুটি ভূমিষ্ট হয়।
শিশুদুটি এখন সুস্থ আছে। তবে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হবে। শিশু দুটির পিতা মাতা বলেন তারা গরিব অসহায় রাজশাহী যেতে ভয় পাচ্ছেন। তাই সরকারি ভাবে বা কোন হৃদয়বান ব্যক্তি যদি শিশু দুটির চিকিৎসার দায়িত্বভার নেয় তাহলে শিশু দুটি পৃথিবীর আলো সঠিকভাবে দেখতে পাবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি সকল প্রকার সহযোগিতা করার এবং শিশু দুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩