বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলাতে প্রানী সম্পদ সপ্তাহ -২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রানিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার( ২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রানিসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষে প্রানিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
প্রানিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন প্রমুখ। প্রদর্শনীতে খামারী সালেহ মোহাম্মদ ইসা মুহিদ ও টুম্পা রানি দাসকে পুরস্কৃত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩