বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক কুড়িগ্রামে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সিপিবির বিক্ষোভ সমাবেশ ত্রিশালে সড়ক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঈদগাঁওয়ে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি:

প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তি জনসাধারণের সামনে তুলে ধরার লক্ষ্যে আজ বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শুরু হলো “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫”।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই সপ্তাহব্যাপী আয়োজনের সূচনা করে। এই বছর সপ্তাহটির প্রতিপাদ্য হলো: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে উন্নতি”।

​সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (মোঃ আশরাফুল আলম রাসেল) প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ডা.এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ) সভাপতির দায়িত্ব পালন করেন এবং আয়োজনটির সার্বিক দিক তুলে ধরেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন।

​প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের গবাদি পশু (গরু, ছাগল), হাঁস-মুরগি, দুগ্ধ ও ডিম উৎপাদনকারী উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন। এছাড়া, আধুনিক খামার ব্যবস্থাপনা প্রযুক্তি, পশুখাদ্য, এবং চিকিৎসা সরঞ্জামের বিভিন্ন স্টল স্থান পেয়েছে।

​মূল লক্ষ্য ও উদ্দেশ্য খামারিদের উৎসাহিত করা: উন্নত জাতের প্রাণী পালন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে খামারিদের অনুপ্রেরণা দেওয়া।

​সচেতনতা বৃদ্ধি: প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান এবং নিরাপদ প্রাণীজ আমিষের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরি করা।

​প্রযুক্তি হস্তান্তর: নতুন প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি, এবং রোগ নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি সম্পর্কে খামারিদের অবগত করা।

​আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনী ঝিনাইগাতী উপজেলার প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান খামারিদের আরও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩