বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মারজানুল আযহার জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণি সম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা – চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।
প্রদর্শনীতে সাতটি ক্যাটাগরীতে মোট ২১ টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হবে। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন বলেন, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রদর্শনী ও খামারীদের স্টলের সুযোগ দেয়া হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩