বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইটের সলিং এর রাস্তা উদ্বোধন করলেন ৯নং আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান।
আজ সকাল ১১ টায় বড়গাঁও গ্রামে রাস্তাটির উদ্বোধন করা হয়। রাস্তাটি ৭১০ ফুটের ও ৫ ফিট চওরা। আনোয়ার মেম্বারের বাড়ি থেকে সামান্য পূর্ব দিক থেকে রাস্তাটি মরহুম মুখলেস খানের কবরস্থান পর্যন্ত রাস্তাটি সম্পন্ন হবে।
রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন মেম্বার,আনোয়ার মেম্বার,সাবেক মেম্বার মেহের আলী খাঁন,আমিরাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ খাঁন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় রাস্তা নির্মাণ করায় খুশি স্থানীয়রা। তারা জানান এই রাস্তাটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। রাস্তা নির্মাণ করে দেয়ায় আমাদের চলাচল ও যাতায়াতে অনেক সুবিধা হবে।
এদিকে রাস্তা নির্মাণ উদ্বোধন শেষে ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান আমিরাবাড়ী ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩