মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:
ঝালকাঠিতে মেয়ে জামাই বাড়ি বেড়াতে এসে নিখোঁজ, সকালে মিলল লাশ।
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মর্জিনা বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিয়াকুল গ্রামে মেয়ের জামাই বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দেউরি গ্রামে বেড়াতে এসেছিলেন।
আজ সকালে নদীর পাড়ে মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতের জামাতা আনোয়ার হোসেন বলেন, “গতরাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি মা (শাশুড়ি) ঘরে নেই। অনেক খোঁজার পর জানতে পারি নদীতে একটি মৃতদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি সেটি আমার শাশুড়ির।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, না কি দুর্ঘটনা- তা তদন্ত করে দেখা হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩