শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
অনিক চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় মরহুম আব্দুল সামাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল।
(২০ নভেম্বর ২০২৫) তারিখে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
ম্যাচ শুরুর আগে থেকেই মাঠে উপচে পড়া দর্শকের সমাগম দেখা যায়। হাজারো ক্রীড়াপ্রেমীর উচ্ছ্বাস, করতালি ও তুমুল উৎসাহে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
টুর্ণামেন্ট সফল করতে স্থানীয় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠ সাজানো, খেলা পরিচালনা, নিরাপত্তা, টিম ব্যবস্থাপনা ও দর্শক নিয়ন্ত্রণ—সবকিছুতেই ছিলো তাদের আন্তরিক সহযোগিতা। তাদের এই অবদান আয়োজকদের পাশাপাশি এলাকাবাসীর কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়ায়।
স্থানীয় ক্রীড়া অনুরাগীরা জানান, মরহুম আব্দুল সামাদ স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলছে।
মেগা ফাইনালটি সকলের প্রত্যাশা পূরণ করে, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্ণামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩