শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাউজানে বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু নেত্রকোনা–৩ আসনে রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে নতুন প্রত্যাশা রাউজানে যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫ পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১ চাঁদা না দেওয়ায় মিথ্যা অপপ্রচার, ববির উপ-রেজিস্ট্রারের ১০ শিক্ষার্থীর নামে মামলা জাবি ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব, আগামীকাল রাজা–রানী নির্বাচন মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী বিতরণ মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু নাসির নগরের বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর

রাউজানে বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মোঃ আরিফুল ইসলাম, রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়েতে বাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন, যিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন টাইলস ও পাইপ-ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বন্ধু মো. খোরশেদ ও অলি উদ্দীন জানান, গতকাল বুধবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে সাজ্জাদ হোসেন চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় কাজ শেষে নিজের মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়ে ধরে বাড়ির দিকে ফিরছিলেন।

বাইন্যেপুকুর এলাকা থেকে মাত্র কয়েকশ গজ দূরে মনোরঞ্জন চেয়ারম্যানঘাটা ক্রসিংয়ে পৌঁছালে মূল সড়কের উপর বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী অমল দে’র সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী সাজ্জাদ হোসেন এবং সাইকেল আরোহী অমল দে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় জনসাধারণ দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

সাজ্জাদ হোসেন (নিহত): গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আজ সকালে (বৃহস্পতিবার) তাঁর মৃত্যু হয়।

অমল দে (আহত): সাইকেল আরোহী অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং তাঁর মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। তাঁর বর্তমান অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। অমল দে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকারের বাড়ির নারায়ণ দে’র ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এই মর্মান্তিক হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

রাউজান-রাঙামাটি হাইওয়েতে সড়ক দুর্ঘটনা এখন একটি উদ্বেগের বিষয়। স্থানীয় প্রশাসনের উচিত সড়কের এই ক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। একটি সচল ও নিরাপদ রাস্তা নিশ্চিত করতে বাইক, সাইকেল এবং পথচারী সকলের জন্যই সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩