বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
বুধবার (১৯ নভেম্বর) বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় আনুমানিক রাত সাড়ে ৮টায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন খাঁন এবং তৈয়ব আলী শেখের বসতবাড়ি দুটি পুড়ে ছাই হয়ে গেছে।
কবির খাঁন জানান, রাত সাড়ে আটটা নাগাদ আমির হোসেনের ঘরে কারেন্টের বাতি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।
পরবর্তীতে আগুন দ্রুত ঘরের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডারের কাছে পৌঁছায় এবং সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ও ভয়াবহ আকার ধারণ করে দুটি পাশাপাশি থাকায় মুহূর্তের মধ্যে একটি ঘর থেকে অপর ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র ২০ মিনিটের মধ্যে বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও শুরু মাত্র কোরআন শরীফ সামান্য পোড়া অবস্থায় উদ্ধার করা হয়।
এই ঘটনায় আমির হোসেন এবং তৈয়ব আলী বসতবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য, প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তবে, এ সময় দুটি ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই মর্মান্তিক ঘটনায় আমির হোসেন এবং তৈয়ব আলীর পরিবার এখন সর্বস্বান্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি নিঃস্ব পরিবার দুটি পাশে যেন সমাজের বৃত্তশালী লোকজন এবং স্থানীয় সরকার দ্রুত সহায়তা প্রদান করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩