মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টংগী কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহত মোছাঃ নার্গিস আক্তার (২০), ময়মনসিংহ জেলায় তারাকান্দা এলাকার হাসিম উদ্দিন এর মেয়ে।
সে গাজীপুরের পূবাইল সড়কের কামারগাও এলাকার এপিএস নীট কম্পোজিট লিমিটেড এর পোশাক শ্রমিক।
আজ সোমবার রাত ৮ টার দিকে টংগী কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পোশাক শ্রমিক কারখানা ছুটির পর বাসায় যাওয়ার পথে সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা মিরের বাজার থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খালিদ হোসেন জানান, সিএনজি চালিত অটো রিক্সার চাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মরদেহটি এখনো টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে রয়েছেন।
তিনি আরো বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩